রাজধানীতে মেট্রোরেল চালু হওয়ায় যাত্রী ভোগান্তি কমছে
ঢাকার ব্যস্ততম নগরীতে প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের অন্যতম প্রধান সমস্যা হলো যানজট। সম্প্রতি মেট্রোরেলের নতুন রুট চালু হওয়ায় সেই ভোগান্তি অনেকটাই কমেছে। প্রতিদিন সকাল-বিকেল হাজার হাজার মানুষ স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন। বিশেষ করে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীরা বলছেন, এটি তাদের সময় বাঁচাচ্ছে এবং জীবনের মান উন্নত করছে।
সরকার জানিয়েছে, ধাপে ধাপে আরও কয়েকটি রুট চালুর কাজ চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মেট্রোরেল পুরোপুরি চালু হলে ঢাকার যানজট অনেকাংশে হ্রাস পাবে।