বিএনপি নেতারা সালিশে গেলেই বহিষ্কার: সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, চাঁদপুরের কোনো বিএনপি নেতা বা কর্মী যদি কোনো সালিশ-বৈঠকে অংশ নেন, তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যৌথ সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ইভটিজিংয়ের সঙ্গে কোনো আপোষ নেই। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তারেক রহমানের আদর্শে বিশ্বাসী হিসেবে আমি কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নই।
শেখ ফরিদ আহমেদ মানিক জানান, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যার জন্য বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।